রাজধানীতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

rab
পিবিএ,ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড হতে সিরাজুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়িকে ৩৪ পিস ইয়াভা ও তার নিজস্ব মেরাটর সাইকেলসহ আটক করেছে র‌্যাব-৩।

বৃহস্প্রতিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, সে এ্যাপস ভিত্তিক মোটর সাইকেল রাইডার পাঠাও চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তার নিদিষ্ট কিছু মাদকসেবী যাত্রী আছে যাদেরকে সে ইয়াবা সরবরাহ করে থাকে। এ ছাড়াও চাহিদার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে হাতিরঝিল, রমনা, শাহবাগ, মতিঝিল ও পল্টন এলাকায় তার নিজস্ব পাঠাও মোটর সাইকেলের মাধ্যমে ইয়াবা সরবরাহ করে থাকে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সরবরাহকারীদের নাম ঠিকানা র‌্যাবের কাছে প্রকাশ করেছে। তার সহযোগী অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র‌্যাবের চেষ্টা অব্যাহত আছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...