রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইট ভাটার জন্য কাঠ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি

পিবিএ,ঢামেক: রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে কাভার্ড ভ্যান চাপায় কামাল হোসেন (৪০) নামের এক জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে কামাল ঘটনা স্থলেই মারা যায়। আর আহত হয় আরো ২ জন।

তিনি আরে জানান, কামাল কদমতলী দারোগা বাড়ি রোড এলাকায় থাকত। আহত দুজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

পিবিএ/এইচ/এমএসএম

আরও পড়ুন...