রাজধানীতে গরম পানিতে দগ্ধ ৩

পিবিএ ঢাকা : রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান ঝিলপাড় একটি চায়ের দোকানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গরম পানিতে চা দোকানদার সহ ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান ঝিলপাড় একটি চায়ের দোকানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গরম পানিতে চা দোকানদার সহ ৩জন দগ্ধ হয়েছে।
মোঃ নজরুল ইসলাম (৪০),
ঠিকাদার দ্বীন ইসলাম (৪৫)

প্রাইভেটকার চালক আইয়ুব আলী (৪৭)
আজ শুক্রবার সকাল সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন চা দোকানদার মোঃ নজরুল ইসলাম (৪০), ঠিকাদার দ্বীন ইসলাম (৪৫) ও প্রাইভেটকার চালক আইয়ুব আলী (৪৭)।

চিকিৎসাধীন দগ্ধ দ্বীন ইসলাম জানান, সকালে তার কয়েকজন মিস্ত্রী ঝিলপাড় নজরুলের চায়ের দোকানে নাস্তা করে। এরপর সেই নাস্তার টাকা তাদের ঠিকাদার দ্বীন ইসলাম দেবে বলে জানায়। তবে দোকানদার কোনো ভাবেই প্রস্তাবে রাজি না হয়ে তাদেরকে টাকা দিয়ে যেতে বলে। এনিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দ্বীন ইসলামকে ডেকে নিয়ে যায় ওই।মিস্ত্রীরা। দোকানদারকে তাদের সাথে কেনো তর্কাতর্কি করেছে জানতে চাইলে তার সাথেও আবার ঝগড়া বাধায় দোকানদার। পরে একটি কাঠ দিয়ে তাকে বাড়ি দিতে আসে। তাদেরকে বাধা দিতে এগিয়ে আসে তাদেরই পরিচিত প্রাইভেটকার চালক আইয়ুব আলী। এরপর দোকানদার গরম পানিসহ কেটলী দিয়ে দ্বীন ইসলামকে বাড়ি দিতে যায়। তখন ওই গরম পানিতে তারা ৩ জনই দগ্ধ হয়।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আইয়ুবের শরীরের ১২ শতাংশ, দ্বীন ইসলামের বাম হাতে ৫ শতাংশ ও নজরুলের ডান হাতে ও পিঠে কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনকে ছেড়ে দেওয়া হলেও আইয়ুবকে ভর্তি রাখা হয়েছে।
দ্বীন ইসলামের বাসা খিলগাঁও নুরবাগ পানির পাম্পের পাশে। আইয়ুবের বাসা উত্তর গোড়ান নবাবী মোড়ে। আর নজরুলের বাসা মাদানী ঝিলপাড়।
পিবিএ/এইচএ /আরআই

আরও পড়ুন...