রাজধানীতে গলায় ফাঁস, নির্মানাধীন ভবন থেকে পড়ে ২জনের মৃত্যু

পিবিএ, ঢাকা: রাজধানীর টিকাটুলিতে গলায় ফাঁস দিয়ে লতিফুল হাবীব শুভ (১৮) নামের এক কলেজ ছাত্র ও তেজগাঁও পূর্ব নাখালপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পরে জাহাঙ্গীর হোসেন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুভকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল পৌনে ৫টার দিকে এবং তেজগাঁও থেকে আহত অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শুভর খালাত ভাই রিদওয়ান জাহান বাবু জানান, শুভ মতিঝিল নটরডেম স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতো। টিকাটুলি অভয় দাস লেনের সাত তলা বাসার সাত তলায় বোন আশাকে নিয়ে ভাড়া থাকতো। দুপুরে ভাই বোন বাসায় ছিল। হঠাৎ শুভ নিজের রুমে দরজা বন্ধ করে দেয়। কিছক্ষণ পর বোন আশা তাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ পায়না। পরে বাবু সহ কয়েকজন দরজা ভেঙ্গে দেখে, শুভ ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শুভর বাবার নাম গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায়। তবে স্বজনরা ফাঁসির কারণ জানাতে পারেননি।

এদিকে নির্মান শ্রমিক জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বাড়ির মালিক খলিলুর রহমান। তিনি জানান, পূর্ব নাখালপাড়া বাগানবাড়ি এলাকায় তার ৩ তলা ভবনের পাশে মাচাং বেধে কাজ করছিলো।

দুপুরে মাচাং থেকে অসাবধানতা বশত নিচে পরে গুরুতর আহত হয় জাহাঙ্গীর।আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ময়মনসিংহর ফুলপুর উপজেলার বিশখা গ্রামের মৃত নইম উদ্দিনেরর ছেলে জাহাঙ্গীর।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পিবিএ/এইচএইচ

আরও পড়ুন...