রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১

পিবিএ,ঢাকা: রাজধানীর মতিঝিল জীবন বীমা কর্পোরেশন এর গেটের সামনে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন (৪০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১
শাহিন (৪০)

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক পিবিএকে জানান, শাহীন সিলভারের ছাই বিক্রি করে। সকালে জীবন বীমা কর্পোরেশন এর গেটের সামনে সিলিন্ডার থেকে বেলুন ফোলাতে একজনকে সাহায্য করেছিল সে। এসময় সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ হলে সে দগ্ধ হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

স্ত্রী নার্গিস আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলার। শাহিন এর বাবার নাম রহম আলী। পোস্তগোলা রাজাবাড়ি এলাকায় থাকে তারা। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শাহিনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...