উত্তরায় এসি বিস্ফোরণে ঘুমন্ত স্বামী-স্ত্রী দগ্ধ

dmc-husband-wife-dead-PBA-2
আলমগীর ভুইয়া ও তার স্ত্রী বিলকিস ফারজানা

পিবিএ,ঢাকা: রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসায় এয়ার কন্ডিনারের (এসি) কম্প্রেশার মেশিন বিস্ফোরণ হয়ে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। এরা হলেন বিমানবন্দর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর ভুইয়া (৬২) ও তার স্ত্রী উত্তরা পশ্চিম থানার মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা (৪৮)। আলমগীর কাস্টমস ক্লিয়ারেন্স এন্ড ফরোয়ার্ডিং (সিএনএফ) এর ফোর্স সেক্টরের কর্মকর্তা।

মঙ্গলবার রাত ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় রাতেই তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আলমগীরের ছোটভাই তানজিল শাহরিয়ার পিবিএকে জানান, রাতে বাসায় ঘুমিয়ে ছিলেন তার ভাই আলমগীর ও ভাবি বিলকিস। হঠাৎ রুমের পাশে এসি”র কম্প্রেশার মেশিন বিস্ফোরন হয়। এতে জানলার গ্লাস ভেঙ্গে রুমের ভিতর আগুন ঢুকে পড়ে। তাৎক্ষণিক ভাবে তা পুরো রুমে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্তা অবস্থায় তারা দুজন দগ্ধ হয়। তবে আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। পরে তারা নিজেরাই বাথরুমে গিয়ে শরীরে পানি ঢালেন। এরপর পাশের বাসার লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

dmc-husband-wife-dead-PBA-1

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল পিবিএকে জানান, তাদের ২জনেরই শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। বিলকিসকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ও আলমগীরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রাখা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এসির কম্প্রেশার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...