পিবিএ,ঢাকা: রাজধানী লালবাগ থানা এলাকায় ধূমপান নিয়ে পূর্ব শত্রু তার দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক শ্রমিককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে লালবাগ থানার শহীদনগরের ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন (১৮) ওই এলাকার একটি চুড়ি কারখানার শ্রমিক ছিলেন। পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজির আহমেদ জানান, রাতে ওই এলাকায় কয়েকজন তরুণ শামীমকে ছুরিকাঘাত করে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শামীমকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ধূমপান নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৪-৫ তরুণ শামীমকে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
পিবিএ/বাখ