পিবিএ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫২৯২ মামলায় ২৫,৩৪,৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১২ টি গাড়ি ডাম্পিং ও ৫৩৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৩৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২০৮০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৮টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ০৯টি মামলা দেওয়া হয়।
০৩ ফেব্রুয়ারি, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
পিবিএ/এফএস