রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে সাড়ে পাচঁ লাখ টাকা জরিমানা

পিবিএ,ঢাকা: গত ২৪ মে র‌্যাব-২ এর উদ্যোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব পলাশ কুমার বসু এর পরিচালনায় এবং বিএসটিআই এর সহায়তায় রাজধানীর চকবাজারে ২টি মিছরি ফ্যাক্টরি ও ১টি সেমাই তৈরির কারখানাতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় ১। হিরা মিছরি ফ্যাক্টরি, ২। সাফা মিছরি ঘর কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে এবং রুচি ফুড প্রোডাক্টস কারখানায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতিত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, মেয়াদ উর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাত করে আসছে। উক্ত অপরাধের দায়ে হিরা মিছরি ফ্যাক্টরিকে ২ লক্ষ টাকা, সাফা মিছরি ঘরকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও রুচি ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ টাকাসহ মোট ৫,৫০,০০০/- টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...