পিবিএ ঢামেক: রাজধানীর ওয়ারীর গোপীবাগে পুলিশের গুলিতে শান্ত (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। এই ঘটনায় পুলিশের ২ উপ পরিদর্শক (এসআই) আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় ভোর ৪ টার দিকে শান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে দার মৃত্যু হয়।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে গোপীবাগ এলাকায় ৭/৮ জনের একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্রো দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে। পরে পুলিশ তাদের উপর গুলি চালালে শান্ত নামের ডাকাত সদস্য আহত হয়। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এই ঘটনায় আহত দুই এসআই হলেন, সুকান্ত ও রকিবুল ইসলাম।
এই ঘটনায় আরেক ডাকাত সদস্যকে আটক করা হয়। ময়না তদন্তের জন্য শান্তর লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখাও হচ্ছে বলে জানান এসআই মফিজ উদ্দিন।
পিবিএ/এইচএ/জেডআই