রাজধানীতে পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারী গ্রেফতার

পিবিএ,ঢাকা: র‌্যাব-২ গতকাল ২৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাধ এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশীকালে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য ক। মোঃ ওয়াসিম (২৪), পিতা- মোঃ আব্দুল মাজেদ, বগুড়া’কে বালু’র ট্রাকে লুকিয়ে আনা ৭৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত এবং ট্রাক ড্রাইভারের ছদ্মবেশে একজন মাদক কারবারী। সে মূলত মাদকের চাহিদা অনুযায়ী পাশর্^বর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এই ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এই মাদক কারবারী সবসময় নতুন নতুন পদ্ধতি অবলম্বন করত বলে জানায়।

একই দিন র‌্যাব-২ রাজধানীর আদাবর বেড়িবাধ রোড এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য মোঃ আসমাউল হক (২৪), পিতা-মৃত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ’কে ২৫ লক্ষ টাকা মূল্যের ২৭৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের নিকট হস্তান্তর করে। তাদের অন্যান্য সহযোগীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে এবং আইন-শৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হেরোইন পৌঁছানোর জন্য পণ্যবাহী গাড়ী ব্যবহারের কৌশল অবলম্বন করে থাকে বলে জানায়।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...