রাজধানীতে পৃথক ঘটনায় খিলগাঁও গোড়ানে আঃ ওহাব (৪০) নামের পুলিশের এক সোর্সকে মাথায় ইট দিয়ে আঘাত করে ও খিলগাঁও ইদারকান্দিতে রুবেল হোসেন (২৯) নামের আরেক যুবককে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ দুটি লাশই উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। রবিবার রাত ১১ টার দিকে খিলগাঁও গোড়ান শান্তিপুর স্কুলের পিছনে একটি মাঠে ইট দিয়ে মাথা থেতলে রাখা হয় ওহাবকে। ছবিতে নিহত ওহাবের লাশ গ্রহণের জন্য স্ত্রী ও সন্তানসহ স্বজনরা। সোমবার ১১ মার্চ। ছবি: পিবিএ