রাজধানীতে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

পিবিএ,ঢাকা: রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়াটারের ভিতরে পুকুরের পানিতে ঢুবে আনুমানিক ১০ বছরের অজ্ঞাতনামা এক শিশু, তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনন্সটিটিউট এর জাম গাছ থেকে নিচে পড়ে আকাশ বিশ্বাস (২১) নামের এক ছাত্র ও পশ্চিম জুরাইনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
অজ্ঞাতনামা শিশু (১০) ডানে,আকাশ বিশ্বাস (২১) বাঁমে

বৃহস্পতিবার (৩০মে) বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত পৃথক ঘটনায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আসিফ মাহমুদ পিবিএকে জানান, খবর পেয়ে বেলা ৩ টার দিকে আজিমপুর অফিসার্স কোয়াটারের পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি অন্যান্য আরো কয়েকজন শিশুর সাথে পানিতে গোসল করতে নেমেছিলো বলে তাৎক্ষণিক ভাবে জানতে পেরেছি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে দুপুর দেড়টার দিকে তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনন্সটিটিউট এর জাম গাছ থেকে পড়ে যায় আকাশ বিশ্বাস (২১) নামের এক ছাত্র। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা একই কলেজের ছাত্র মোঃ জাহাঙ্গীর আলম পিবিএকে জানায়, ঢাকা পলিটেকনিক ইনন্সটিটিউট এর রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন (আর,এ,সি) বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র আকাশ।

কলেজের লতিফ হলের ১১২ (পশ্চিম) নম্বর রুমে থাকে। ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার বঞ্চিতা গ্রামের মশিউর রহমানের ছেলে আকাশ। দুপুরে সে কলেজের একটি জাম গাছে উঠে জাম পারতে। পরে জাম গাছেরর ডাল ভেঙ্গে সে পাশের একটি একতলা ভবনের ছাড়ে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ৪ টায় তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পশ্চিম জুরাইন কবরস্থান রোডের একটি টিনসেড বাসায় ভাড়া থাকতো সুমাইয়া আক্তার। তাকে হাসপাতালে নিয়ে আসা ভগ্নীপতি দেলোয়ার হোসেন বলেন, সুমাইয়া তাদের সাথেই থাকতো। কিছুই করতোনা সে। দুপুরে মোবাইলে কেনা নিয়ে বড়বোন সেলিনা ও ভগ্নীপতির সাথে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয় তার।

এর জের ধরে সবার অগোচরে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত কওে পিবিএকে জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...