রাজধানীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তাজুল গ্রেফতার

পিবিএ,ঢাকা: র‌্যাব-২ এর মাদকবিরোধী অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুল’কে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার।

শুক্রবার (৭ এপ্রিল) র‌্যাব-২’র আভিযানিক দল সকাল সাড়ে ১০টায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনা স্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ তাইজুল ইসলাম (২৯)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে নিষিদ্ধ ফেন্সিডিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে একটি পিকআপ ভ্যানের সামনে রাখা দুটি প্লাষ্টিকের বস্তা হতে ২০৪ বোতল মাদক (ফেন্সিডিল) পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৬,১২,০০০/- (ছয় লক্ষ বার হাজার)টাকা এবং তার পকেটে থাকা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...