পিবিএ.ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত।হয়েছে। নিহত মোজাম্মেল হক (৪৮) গ্রামীন ব্যাংকেরর রুপগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা।
রবিবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ২ টায় মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শরিফ হোসেন পিবিএ’কে জানান, সকাল ১০ টার পরে বিমানবন্দর ও লামেরিডিয়ান হোটেলের মধ্যবর্তী পদ্মা ওয়েল পাম্প গেট এর সামনে বিমানবন্দর গামী একটি বাস পিছন থেকে মোটরসাইকেল চালক মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা উইম্যান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামীন ব্যাংকের রুপগঞ্জ থানার প্রিন্সিপাল অফিসার মোঃ আনিসুর রহমান জানান, মোজাম্মেলের বাড়ি ধামরাইয়ের বাথুলী গ্রামে। তিনি রুপগঞ্জ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেলের কাগজপত্র ঠিক করতে উত্তরা গিয়েছিলেন তিনি। তখন সড়ক দুর্ঘটনার শিকার হন। ৩ ছেলের জনক তিনি। স্ত্রী ছেলেরা থাকেন সাভারে।
এসআই শরিফ হোসেন আরো জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও তার চালক পালিয়ে গেছে।
পিবিএ/এইচএ/হক