রাজধানীতে বাস, ট্রাকের ধাক্কায় নারী সহ নিহত ৩

দূর্ঘটনা
প্রতীকী ছবি
পিবিএ, ঢামেক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ ৩ জন নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ৩টি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন, মর্জিনা বেগম (৫০), অজ্ঞাতনামা ৩০ ও ৩টট।বছরের ২ যুবক।
আজ সকাল ৮ টার দিকে মোহাম্মদপুর বেরীবাধ সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় মর্জিনা।
নিহতের মেয়ে ফাতেমা জানান, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তার বাবার নাম মোফাজ্জল হোসেন। থাকে মোহাম্মদপুর ১নং রোডের সাত মসজিদ গলির ফারুক ম্ডানেজারের বাড়িতে। তার মা অন্যের বাসায় বুয়ার কাজ করেন।
নিহত মর্জিনার ছোট ভাই দ্বীন ইসলাম জানা, সকালে বাসা থেকে কাজে যাওয়ার সময় মোহাম্মদুর বেরিবাধে রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা। এসময় কোনো যানবাহনের ধাক্কায় আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০ টার তাকে মৃত ঘোষণা করেন। ৫ সন্তানের জননী ছিলেন তিনি।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া জানান, মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজ সংলগ্ন কাপ্তান বাজারে রাত ১২ টার দিকে কোনো যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলো অজ্ঞাতনামা ওই যুবক। খবর পেয়ে ওই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত ১ টায় তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিলে গেঞ্জি ও জিন্স প্যান্ট।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তাঁতি বাজার মোড়ে ট্রাক ধাক্কায় নিহত হয় অজ্ঞাতনামা ৩৫ বছরের যুবক। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...