রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

পিবিএ,ঢাকা: রাজধানীর রায়েরবাজার একটি ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাজন (২৫) ও আসিফ (২৬)।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

রাজন রং মিস্ত্রীর ঠিকাদার। তার বাড়ি নোয়াখালি সোনাইমুরি থানায়। আর আসিফ রং মিস্ত্রী। তার বাড়ি মাদারীপুর। দুজনেই সাদেক খান রোডে থাকতো।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলমগীর হোসেন পিবিএ’কে জানান, রায়েরবাজার দূর্গা মন্দির গলিরর বিপরিতে একটি দুই তলা ভবনে রংয়ের কাজ করছিল তারা। দুই তলার পাশে মই বেধে রং করার সময় পাশের বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...