রাজধানীতে বিস্ফোরণে দেওয়াল ধসে নিহত ১, আহত ৩

পিবিএ,ঢাকা: রাজধানীর শনির আখরায় সোমবার (১০জুন) সকাল সাড়ে নয়টার দিকে আকস্মিক বিস্ফোরণে দেওয়াল ধসে পথচারী ফরিদ আহমেদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। জানা গেছে, নিহত ফরিদ আহমেদ ফেনীর ফুলগাজি উপজেলার রসূলপুর গ্রামের মৃত আঃ জলিলের ছেলে।

রাজধানীতে বিস্ফোরণে দেওয়াল ধসে নিহত ১, আহত ৩
জাকির হোসেন (৩৪)

স্ত্রী রওশন আক্তার জানান, ফরিদ কুতুবখালিতে টুপির ব্যবসা করে। সকালে বাজার করতে রিকশা নিয়ে শনির আকড়ায় যায়। সেখানে বিস্ফোরণে দেওয়াল ধসে তার উপরে পরলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফল ব্যবসায়ি জাকির হোসেন (৩৪), হক ব্যাকারির ম্যানেজার কামাল হক (৪৪) এবং ভ্যান চালক সাইদুর ইসলাম (৩০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন আছে।

ফরিদ আহমেদ (৫৫)

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামালউদ্দীন মীর পিবিএকে বলেন, সোমবার (১০জুন) সকাল সাড়ে নয়টার দিকে এক্সিম ব্যাংকের ওই অফিসে এসির শর্টসার্কিট থেকে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক্সিম ব্যাংকের পাশের দেয়াল ভেঙে যায়। এ ঘটনায় চারজন আহত হন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে।

এক্সিম ব্যাংকের এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, এটি মারাত্মক কোনো দুর্ঘটনা নয়। এসি বা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। এটি নাশকতামূলক ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ।

পিবিএ/এএইচ/আরআই

আরও পড়ুন...