রাজধানীতে বৈশাখী মেলায় যুবককে কুপিয়ে হত্যা

Murder-PBA

পিবিএ,ঢাকা: বৈশাখী মেলায় মহসিন খান (২৪) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার(১৫ এপ্রিল) রাত ১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মহসিন আশুলিয়ার পানধোয়া এলাকার সিরাজ খানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবার জানায়, আশুলিয়ার গকুলনগর এলাকায় রাতে বন্ধু দীপুর সঙ্গে বৈশাখী মেলায় যান মহসিন। এসময় চৌরঙ্গী মার্কেট এলাকায় মহসিনকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা মহসিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত দীপু পলাতক রয়েছেন।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...