পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেল সংলগ্ন রেললাইনের পাশ থেকে নাজমুল (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তার লাশ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য লাশটি বিকেল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই নজরুল ইসলাম জানান, নাজমুলের বাবা মৃত আমির হোসেন। মা নাজমা বেগম গৃহপরিচারিকার কাজ করেন। তৃতীয় স্বামী খুরশিদ আলমকে নিয়ে তিনি খিলক্ষেত জামতলা এলাকায় একটি বস্তিতে থাকেন। আর নাজমুল এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানা থেকে পড়ালেখা করে।
তিনি জানান, নাজমুলের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে তার গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি কেউ রেললাইনের পাশে ফেলে গেছে।
তিনি বলেন, লাশ উদ্ধারের পর অনেক সারাদিন অনেক খোঁজাখুঁজি করে তার মাকে পাওয়া গেছে। তার মাকে থানা হাজতে রাখা রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পিবিএ/এফএস