রাজধানীতে মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

পিবিএ,ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকা থেকে লেবাননে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতারকৃত হলেন, নূরনবী (৬৩)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এতে বলা হয়, রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে লেবাননে মানবপাচারকারী চক্রের মূলহোতা নূরনবী (৬৩) নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, আসামির জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও ভুয়া ট্রাভেলস এজেন্সি খুলে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের লেবাননে উচ্চ বেতনে চাকরি, থাকা খাওয়া ফ্রি এবং নানাবিধ সুবিধা দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও লেবাননে পাঠিয়ে তাদের সহযোগীদের মাধ্যমে জিম্মি করে নির্যাতন চালানো, প্রাণনাশের হুমকি দিয়ে নানা অনৈতিক কর্মকান্ডসহ মুক্তিপণ আদায় করত। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন...