পিবিএ,ঢাকা: রাজধানীর রামপুরা পূর্বশত্রুতার জেরধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাসেল (১৯) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরের দিকে রামপুরা জামতলা ইউনুস কমিশনারের বাড়ির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বড়ভাই মোঃ বিপ্লব জানান, তারা জামতলার ৩১২/৩৬ নম্বর বাসায় থাকে। রাসেল পেশায় কিছুই করতোনা। তার বাবার নাম মোঃ মুতালেব। বড়ভাই জানান,রাসেলের পরিচিত স্বপন নামে একজন তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর এলাকার ইউনুস কমিশনারের বাড়ির সামনে রাসেলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদ পারভেজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার পরিচিত স্বপন মোবাইল ফোনের মাধ্যমে রাসেলকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
পিবিএ/এইচএ/আরআই