যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মাদক কারবারি গ্রেফতার

পিবিএ,ঢাকা: বিগত ১৭ আগস্ট ২০১৯ সালে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানায় রুজুকৃত মাদক মামলার আসামী সাথী আক্তার(২৪) এর বিরুদ্ধে ৫০০০ (পাঁচ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে উক্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(গ) এ মামলা রুজু হয়। সাথী আক্তার (২৪) উক্ত মামলায় ১৬ মাস জেল খাটার পর ২০২০ সালে শেষের দিকে জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত উক্ত মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২, ঢাকা ২৮ এপ্রিল ২০২২ইং সালে আসামী সাথী আক্তার(২৪)’কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৮ এপ্রিল অপরাহ্নে ঢাকার হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাথী আক্তার(২৪)-কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী এক জন পেশাদার মাদক চক্রের সক্রিয় নারী সদস্য। তার বিরুদ্ধে ১টি অপহরণ মামলাও রয়েছে। সে দীর্ঘদিন ধরে বেআইনীভাবে সীমান্তবর্তী জেলা হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা রাজধানীর ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের নিকট সরবরাহ পূর্বক মাদক ব্যবসা করে আসছিলো। আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...