রাজধানীতে রিজার্ভ ট্যাংকিতে বিস্ফোরণে ২ জন দগ্ধ

পিবিএ,ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের সবুজ বাংলা আবাসিক এলাকার একটি টিনসেড বাড়ির রিজার্ভ ট্যাংকিতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে পরিষ্কার করার সময় বিস্ফোরণে মোঃ মাজগরউল্লাহ (৫০) ও ইউসুফ আলী (১৮) নামের দুই শ্রমিক দগ্ধ হয়েছে।


মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সবুজ বাংলা আবাসিক এলাকার ৪ নম্বর এভিনিউ, লেন ২/১, সি ব্লকের ২১ নম্বর বাড়িতে এই ঘটনাটি ঘটে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা পিবিএকে জানায়, তারা ওই বাড়ির পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে যায়। ভিতরে অন্ধকার থাকায় বাড়িওয়ালা ট্যাংকির ভিতরে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দেয়। এর পর তারা ২ জন ট্যাংকির ভিতরে নামে। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ হয়। এতে তারা দুজন দগ্ধ হয়। পরে নিজেরাই দগ্ধ অবস্থায় ভিতর থেকে বেরিয়ে আসে।
বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল জানান, দুজনই চিকিৎসাধীন রয়েছে। ইউসুফের হাত মুখ, বুক পেট সহ শরীরের অধিকাংশ ও মাজগর উল্লাহর বুক পেট সহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। দু জনের অবস্থাই গুরুতর।
দগ্ধ ইউসুফের বোন লাকি জানান, তার ভাই কিছুটা শারীরিক প্রতিবন্ধী। হালকা কাজ করতে পারে সে। মাজগর উল্লাহর সাথেই সে কাজে গিয়েছিলো। তারা ওই এলাকাতেই থাকেন।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...