র‌্যাবের পৃথক অভিযানে চার পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

পিবিএ,ঢাকা: গতকাল ২৩ অক্টোবর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, কভার্ডভ্যান ও লরী চালকদের নিকট হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করাকালীন ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ পারভেজ (২৯) ও ২। বিপ্লব চন্দ্র দাস (৪৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা- ১,৮৭৫/- (এক হাজার আটশত পঁচাত্তর) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে সিএনজি ও আটো রিকশা চালকদের নিকট হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করাকালীন ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তাজ (৩৮) ও ২। মোঃ হায়দার (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা- ৯৫০/- (নয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কোতয়ালী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, কভার্ড ভ্যান, লরী, ও সিএনজি, অটোরিকশা হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে

আরও পড়ুন...