পিবিএ,ঢাকা: বুধবার (৯ জুন) র্যাব-২ গোপন সূত্রে জানতে পারে, কতিপয় সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রমের জন্য মোহাম্মদপুরের লতিফ রিয়েল এস্টেট এলাকায় অবস্থান করছে। র্যাব-২ উক্ত এলাকায় উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ সজীব আহমেদ সুজন ওরফে ফর্মা সজীব (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ রফিকুল ইসলাম (৬১), পিতা- কালু মিয়াকে ১টি দেশীয় ওয়ান শুটারগানসহ গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী উভয়েই স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত। প্রায়শঃই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। তারা এবং তাদের সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সজীব এর বিরুদ্ধে শুধুমাত্র মোহাম্মদপুর থানাতেই অস্ত্র, মাদক ও মারামারি সংক্রান্তে ০৮টি মামলার সন্ধান পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যহত রাখবে।
পিবিএ/জেডএইচ