পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি গোলাপবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোঃ ওবায়দুল্লাহ (৪৫) নামের এক ব্যাক্তি আহত হয়েছে। তিনি জমিজমা ও ফ্লাটের ব্যবসা করেন।
শুক্রবার রাত ১১টার দিকে এই গুলির ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত ২ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওবায়েদুল্লাহ যাত্রাবাড়ি পূর্ব শেখদি ডক্টর বাড়ি কচি কণ্ঠ স্কুলের পাশে নিজেদের বাড়িতে থাকেন। তার বাবার নাম নজরুল ইসলাম।
আহতর ভাই আব্দুল্লাহ আল নজরুল কাউন্টার টেরোরিজম এর পরিদর্শক। তিনি পিবিএ’কে জানান, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পল্টন থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন ওবায়দুল্লাহ। গোলাপবাগ ফ্লাইওভার এর কোনায় পৌছালে একটি মোটর সাইকেলে দুইজন সন্ত্রাসী রিকশার গতিরোধ করে। এরপর ওবায়দুল্লাকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে তার পেটে একটি গুলিবিদ্ধ হয়। এরপর সন্ত্রাসীরারা পালিয়ে যায়।
তিনি আরো জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে রাত ২ টার দিকে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। সন্ত্রাসীদের কাউকে চিনতে পারেনি ওবায়দুল্লাহ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওবায়দুল্লাহ হাসপাতালের জরুরী বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। তার পেটে একটি গুলিবিদ্ধ হয়েছে।
পিবিএ/এইচএ/হক