রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১

baloon-gas-blast-mirpur-PBA

পিবিএ,ঢাকা: রাজধানীর মিরপুরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিদ্দিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী আছে। তাদের ডেলটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে মিরপুর-১ নম্বরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। সে সময় শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেলুন ফুলানো হচ্ছিল।

শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে বেলুন ফোলাতে যান সিদ্দিক মিয়া। এসময় বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালেনেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...