মিরপুরে স্বামী-স্ত্রী সহ দগ্ধ- ৩

DMCH_PBA-2

পিবিএ,ঢাকা: রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মোহাম্মদ হান্নান (৩৫) ও তার স্ত্রী আছিয়া বেগম, এবং তাদের পাশের রুমের ভাড়াটিয়া সিএনজি চালক উজ্জল (৩০)।

হাসপাতালে তাদের সঙ্গে থাকা ফরিদা বেগম নামের একজন জানান, মিরপুর ১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকায় বসবাস করেন তারা। আর ওই বাড়ির পাশের বাসায় থাকেন উজ্জ্বল। রাত তিনটার দিকে হান্নান ঘুম থেকে ফ্যানের সুইচ চালু করলে সেখানে সর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। পরে আগুন রুমের ভিতর ছড়িয়ে পড়ে। এতে স্বামী স্ত্রী সহ পাশের রুমে থাকা উজ্জ্বল দগ্ধ হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া পিবিএকে জানান, হান্নানের শরীরের (২৭) শতাংশ, আছিয়ার ৮ ও উজ্জলের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩জনকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...