রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

পিবিএ,ঢামেক: রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিক আপভ্যানের সংঘর্ষে শিহাব নামের এক পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭মে) ভোর পাঁচটার তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিহাবের বাবা মাসহ পাঁচ জন আহত হন।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
নিহত শিশু শিহাবের নানী মলি বেগম

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে আসে তেজগাঁও থানা পুলিশ । তেজগাঁও থানার এসআই মো. হান্নান জানান, ভোর ৫টার দিকে সিএনজিতে করে তারা মহাখালির কলেরা হাসপাতালে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংর্ঘষে পাঁচমাস বয়সী শিশু শিহাব ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়।

এ ঘটনায় আহতরা হলেন, শিহাবের বাবা রাসেল, মা শারমিন, মামা আল-আমিন, নানী মলি বেগম এবং সিএনজির চালক শাহদাৎ হোসেন। তাদের বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...