পিবিএ,ঢাকা: রাজধানীর শেরে-ই-বাংলা নগর থানা এলাকা হতে হত্যা মামলার আসামী মোঃ আইয়ুব আলী(৩৩)’কে গ্রেফতার করেছে র্যাব-২।
গত ১৮ জুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুছ আলী নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে একদল দুর্বৃৃত্ত তাকে পিটিয়ে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। ভিকটিমকে হত্যার পর লাশ লুকিয়ে রেখে অভিবাবককে ফোনে ডেকে স্থানীয়ভাবে সালিশ বিচারের মাধ্যমে ভিকটিমের বাবাকে চার লক্ষ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিতে বলা হয়। ভিকটিমের বাবা গোপনে জানতে পারেন তার ছেলেকে আগেই হত্যা করা হয়েছে।
পরবর্তীতে ভিকটিমের বাবা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামীর চাচার বাড়ি থেকে ইউনুছ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে গ্রহণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (পার্বতীপুর মডেল থানা মামলা নং-১০/১৮২ তাং-১৮/০৬/২০২৩ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল-কোড ১৮৬০)।
গত (৮ জুলাই) র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানী শেরে-ই-বাংলা নগর থানা এলাকায় উক্ত মামলার এজাহার নামীয় ৬নং আসামী আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ৬নং আসামী মোঃ আইয়ুব আলী(৩৩)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।