পিবিএ,ঢাকা: হবিগঞ্জের আজমিরীগঞ্জে আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে ৭২ ঘন্টার মধ্যে রাজধানীর সূত্রাপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব- ১০।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এ তথ্য জানান র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।
গতকাল (২৬ জুলাই) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও র্যাব-৯ এর সহযোগীতায় রাজধানী ঢাকার সূত্রাপুর থানাধীন জনসনরোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার মামলা নং-৫, তারিখ-২৪/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/ ৩৪১/ ১১৪/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড। উক্ত আলোচিত সেলিম মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামি ১। মোঃ রকি মিয়া (৩২), ২। মোঃ রমি মিয়া (২৮) ও ৩। মোঃ তোফাজ্জল নবী তপি (২৫)-দের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছে। তারা উক্ত হত্যাকাণ্ডের পর রাজধানীর সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।