পিবিএ,ঢাকা: র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে পিকআপ ভ্যানযোগে নিষিদ্ধ মাদক গাঁজার একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে (২৫ নভেম্বর) র্যাব-২ রাজধানীর শ্যামলী এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে থাকে। একটি পিকআপ ভ্যান উক্তস্থানে উপস্থিত হলে পিকআপ ভ্যানটি সন্দেহ হলে থামার সংকেত দেওয়া মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ক। মোঃ আসাদুল (৩৫), খ। মোঃ নাদিম (৩৪), গ। মোঃ রাজ (৩০), ঘ। মোঃ হৃদয় (৩৩)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং গাড়ী তল্লাশীকালে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয় । প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে বিভিন্ন কাচাঁমাল পরিবহনের আড়ালে নিষিদ্ধ গাঁজা বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট হস্তান্তর করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিবিএ/জেডএইচ