পিবিএ,ঢাকা: মঙ্গলবার (১০ আগস্ট) র্যাব-২’র আভিযানিক দল রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধের মেইন রোড একটি পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর সামনে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনা স্থলে র্যাবের তল্লাশিকালে এক ব্যক্তি ভ্যানে করে একটি ওয়াশিং মেশিন (কুরিয়ার পার্সেল হিসাবে আনা) নিয়ে যাচ্ছিলেন। উক্ত ব্যক্তিকে র্যাবের সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশীকালে মাদক সর্ম্পকে জিজ্ঞাসা করা হলে সে কৌশলে মাদক বহনের বিষয় এরিয়ে যান। পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি ওয়াশিং মেশিনের ভিতরে তল্লাশি করা হলে অভিনব পন্থায় লুকায়িত অবস্থায় এয়ার টাইপ পলিব্যাগের ভিতর থেকে ২৮,২৭৫ (আটাশ হাজার দুইশত পচাত্তর) পিস ইয়াবা (মাদক) উদ্ধার করা হয় এবং আসামী মোঃ রুহুল আমিন ওরফে সাজ্জাদ (২৮)-কে গ্রেফতার করা হয়। ওয়াশিং মেশিনের ভিতরে বিশেষভাবে লুকায়িত ২৮,২৭৫ (আটাশ হাজার দুইশত পচাত্তর) পিস ইয়াবা (মাদক) যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৮৪,৮২,৫০০/- (চুরাশি লক্ষ বিরাশি হাজার পাঁচশত)টাকা এবং তার পকেটে থাকা দুইটি মোবাইল ফোন, নগদ ৪০০০(চার হাজার)টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি ওয়াশিং মেশিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও টেকনাফ হতে রাজধানীতে মাদক নিয়ে আসার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে নিত্য নতুন বিশেষ বিশেষ পন্থা অবলম্বন করে। সে সংঘবদ্ধচক্রের একজন ডিলার হিসেবে কাজ করে। এই মাদক সমূহ সে পরবর্তীতে রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করত।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।