পিবিএ, ঢাকা: রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১০। এ সময় তাদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০৫ টি চাকু ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার সন্ধা সাড়ে সাতটার সময় যাত্রাবাড়ী এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল,শাহিদ মোল্লা (৩০) মোঃ বিল্লাল হোসেন (৪৫), লিটন (২৮),ফেরদৌস রহমান টিটু (২১) এবং মোঃ আল-আমিন (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও আশপাশ এলাকায় পথচারীদের নিকট থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে বলে প্রাথমিক জিঞ্জাসা বাদে স্বীকার করেছ।
পিবিএ/বিএইচ