পিবিএ, ঢাকা: রাজধানীর উত্তরখানের বহরটেক রাজাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল হোসেন হৃদয় (১৬) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছে।
তার দূর সম্পর্কের চাচা আফসার উদ্দিন বার্তা সংস্থা পিবিএ-কে জানান, হৃদয় ও তার দুই বন্ধু বিকাল ৫টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ী ফেরার পথে এলাকার দুই পক্ষের ঝগড়া থামাতে গেলে এক পক্ষের ছুরিকাঘাতে নিহত হয়। সে ফায়দাবাদ বিসাইল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং সেখানকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগে। আমির হোসেন গার্মেন্টস’র ব্যবসার সাথে জড়িত।
উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন পিবিএ-কে জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় উত্তরখান এবং দক্ষিণখান এলাকার মধ্যবর্তী রাজাবাড়ীতে এ ঘটনা ঘটে।
তিনি আরো জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।
নিহতের লাশ উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল মর্গে রাখা আছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পিবিএ/এএইচ