রাজধানীর ওয়ারী থেকে শিশুর লাশ উদ্ধার

পিবিএ,ঢাকা: রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাড়ির ফাঁকা ফ্ল্যাট থেকে সামিয়া আক্তার সায়মা (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে ওয়ারী থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য শেষরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নরসিংদী শিবপুর উপজেলার ইকনা গ্রামের আঃ সালামের মেয়ে সায়মা। পরিবারের সাথে বনগ্রাম রোডের ১৩৯ নম্বর ৯তলা বাড়ির ৬ষ্ঠ তলায় নিজেদের ফ্ল্যাটে থাকতো। তার মায়ের নাম সানজিদা আক্তার। ২ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট ছিলো সে। বাবা সালাম নবাবপুরে ব্যাবসা করেন। স্থানীয় সিলভার ডেল প্রিপেটরি গার্লস হাই স্কুল এর নার্সারিতে পড়তো সায়মা।

শিশুটির বাবা আঃ সালাম জানান, শুক্রবার সন্ধ্যায় আমি মাগরিবের নামাজ পড়তে যাই। তখনও বাসায় ছিলো সায়মা। এরপর সে মাকে বলে পাশের ফ্ল্যাটে যায় ওই বাসার ২ বাচ্চার সাথ খেলাধুলা করতে। পরে ওই ২ বাচ্চাকে নিয়ে সে ৮ তলায় আরেকটি ফ্ল্যাটে যায় আরেক বাচ্চাকে ডাকতে। তবে সেই বাচ্চার মা সায়মাকে বলে, ও এখন খেলবেনা, তুমি বাসায় যাও। এরপর সায়মা সেই বাসা।থেকে বেরিয়ে আসে।

তিনি আরো জানান, এর কিছুক্ষণ পর সায়মার মা সায়মাকে খোঁজতে থাকে। পরে আমি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসায় ফিরে আবার আমিও মেয়ের খোঁজ করি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলামনা। পরে বাড়ির ৯ তলায় উঠি। ওই তলায় ২ টি ফ্ল্যাটও এখনও কেউ থাকেন। এরপর একটি ফ্ল্যাটে ঢুকে সায়মার জুতা দেখতে পাই। পরে আরো ভিতরের দিকে গিয়ে দেখি রান্না ঘরের বেচিনের নিচে মোড়ানো অবস্থায় হেলান দিয়ে বসা সায়মা। তার গলায় রশি পেচানো। তখন দেখি তার শ্বাস নিশ্বাসও চলছেনা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

লাশের সুরতহাল প্রতিবেদনে ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদ জানান, সায়মার চোখে মুখে রক্তাক্ত কালচে দাগ রয়েছে। মুখ দিয়ে রক্ত ঝড়ছে। মাথার বাম পাশে থেতলানো আঘাত। তার পরনের হাফ প্যান্টের সামনের অংশ ছেড়া। এবং যৌনাঙ্গে থেতলানো আঘাত ও রক্তাক্ত অবস্থায় আছে। ময়না তদন্তের জন্য লাশ।ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।

পিবিএ/হায়দার/হক

আরও পড়ুন...