পিবিএ,ঢাকা: রাজধানীর খিলগাঁও ভূইয়াপাড়ায় ছুরিকাঘাতে রেদওয়ান ভূঁইয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আরিফ রহমান জয় পিবিএকে জানান, বনশ্রীর নিউ আইডিয়াল স্কুলের পড়ালেখা করত রেদওয়ান। এখন কিছুই করেনা সে। ভূঁইয়া পাড়া ২১২/৪ নাম্বার বাসায় পরিবারের সাথে থাকে সে। তার বাবার নাম মৃত মজনু মিয়া ভূঁইয়া। দুই ভাইবোনের মধ্যে ছোট সে।
তিনি আরো জানান, সন্ধ্যার পর বৃষ্টির সময় বাসার পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে লোকজন তাকে ফরাজী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/আরআই