পিবিএ,ঢাকা: রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালের ক্যান্টিনে বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ওই ক্যান্টিনের বয় কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। রাত ৮ টার দিকে ওই শিশুকে শারীরিক চিকিৎসক জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানমন্ডি ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য হাসপাতালের বেসরকারি নার্স হিসেবে চাকরী করে শিশুটির মা। কলাবাগনের থাকেন তারা। তিনি জানান, শিশুটি স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়ে। প্রতিদিন শিশুটিকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যান তিনি। আজও স্কুল থেকে আসার পরে তাকে হাসপাতালে নিয়ে যান। বিকেলে সে হাসপাতালে আরেকটি বাচ্চার সাথে খেলছিলো। কিছুক্ষণ পরে সে ক্ষুধা লেগেছে বলে মাকে জানায়। এরপর নিচতলার ক্যান্টিনে যায় সে। এর কিছুক্ষণ পরে সে আবার মায়ের কাছে যান। তখন তার জামাকাপড়ে রক্ত মাখা দেখতে পান। পরে তার কাছে জানতে চাইলে তাকে নির্যাতনের কথা জানায়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেন পিবিএকে জানান, খবর পেয়ে ওই হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষণ হচ্ছিলো।
তিনি জানান, জানতে পেরেছি ওই হাসপাতালের ক্যান্টিন বয় রায়হান (১৪) শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যান্টিনের পাশের সিঁড়ির নিচে নিয়ে যৌন নির্যাতন করে। পরে খবর পেয়ে ওই কিশোরকে আটক করা হয়েছে। আর শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মামলা পক্রিয়াধীন।
পিবিএ/হায়দার/হক