পিবিএ,ঢাকা: রাজধানীর দক্ষিণখানের হলান রোডের বিদুরপাড়ায় ‘হামিদ কুঞ্জ’ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভবনের ২য় তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারার আগুন আগুন বলে চিৎকার শুরু করে।
তখন পাশপাশের বাসিন্দরা আগুন নেভাতে এগিয়ে আসে। অগ্নিকান্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ভবনের বাসিন্দাররা নিরাপদে আছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দক্ষিণখানের হলান বিদুরপাড়ায় ‘হামিদ কুঞ্জ’ বহুতল ভবনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম পিবিএকে জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন । পরে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট যোগ হয়ে দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নেভাতে অংশ নিলে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ভবনের ২য় তলার একটি ফ্ল্যাটের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। দ্রুত আগুন নেভানোর ফলে আশে পাশের বাড়ীতে আগুন ছড়াতে পারেনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট,রান্না ঘরের গ্যাসের চুলা কিংবা গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সফিকুল ইসলাম জানান।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী তপন চন্দ্র সাহা শনিবার সকালে পিবিএকে জানান, আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
ক্ষতিগ্রস্থ ভবনের মালিক মোঃ আবু সাঈদ শনিবার সকালে পিবিএকে জানান, অগ্নিকান্ডের সময় আমি গ্রামের বাড়ি কুমিল্লায় ছিলাম। সে সময় বাসায় কেউ ছিলনা। কি কারণে এবং কোথা থেকে আমার ফ্ল্যাটে আগুন লেগেছে সে বিষয়ে আমি কোন কিছু বলতে পারবো না।
পিবিএ/এসএমজি/জেডআই