পিবিএ ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেনা, নৌ, বিমান, পুলিশ, কারারক্ষীসহ বিভিন্ন সরকারি ভুয়া চাকরীদাতা সংবদ্ধ প্রতারকচক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল । সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য উপাত্তের ভিত্তিতে গত ১২ মে ০৬ টা হতে ১৩ মে ০৬ টা পর্যন্ত র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এবং খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারকচক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মানিক চাঁদ রাজ (২৮), মোঃ রতন হোসেন (১৮),মোঃ ইসমাইল হোসেন (৩১),এস এম আলাউদ্দিন আল মামুদ (৩৬), মোঃ শরিফুল ইসলাম (৩২),এদের বাড়ি পাবনা জেলায় এবং সম্রাট মল্লিককের (২৪), বাড়ি মাদারিপুরে বলে জানা গেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যোগদানের ভুয়ানিয়োগপত্র,চাকরীপ্রার্থীদের সিভি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উর্দ্ধতন সরকারি/বেসরকারি কর্মকর্তার ব্যবহৃত ভুয়া সীলমোহর, সীল প্যাড, ডেস্কটপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে প্রতারণার কলাকৌশল, তাদের সংগঠন ও প্রতারণাচক্রের নানাবিধ চমকপ্রদ তথ্য দিয়েছে ।
র্যাব সুত্রে আরোও জানা গেছে,প্রতারকচক্রের এ শ্রেণীর সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। এ চক্রটি পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া অঞ্চল থেকে লোক সংগ্রহ করে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের এসব জেলার প্রত্যন্ত এলাকা হতে শিক্ষিত, বেকার, চাকরী প্রত্যাশী যুবকদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, পেট্রোবাংলা, জিটিসিএল, পিডিবি, ভূমি মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরীর প্রলোভন দিয়ে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র যেমন-সিভি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, জন্ম সনদ, নাগরিকত্বের সনদ ও পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করে রাজধানীতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বর্তমানে চাকরীর আবেদন অনলাইনে করতে হয়। ইন্টারনেট ব্যবহার না জানা এসব লোক চাকুরীর এডমিট কার্ড পেয়ে প্রতারকচক্রকে বিশ্বাস করে ফেলে।
প্রতারকচক্র মূলত রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অথবা হোটেলে অবস্থান করে চাকরী প্রত্যাশীদের সংশ্লিষ্ট কাগজপত্রসহ ঢাকার বিভিন্ন অফিসে উর্দ্ধতন ভুয়া কর্মকর্তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে এবং চাকরী প্রত্যাশীদের যাবতীয় কাগজপত্র লোক দেখানো যাচাই-বাছাই করে চাকরী সংক্রান্তে বিভিন্ন প্রকার শর্তাদি আরোপ করে। এসব শর্তের মধ্যে আছে ব্ল্যাংক চেক গ্রহণ,ব্ল্যাংক স্ট্যাম্প গ্রহণ,স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরও শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জমা রাখা ইত্যাদি। চাকরি প্রত্যাশীরা প্রদত্ত শর্তাবলীতে সম্মত হলে চাকরী প্রদানের বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াই এচক্রের কাজ ।
পিবিএ/এইচটি