পিবিএ,ঢাকা: রাজধানীর রমনা থানাধীন পশ্চিম মালিবাগের ৫২/২ নম্বর বাসা থেকে এস এম সালমান ইমাম (২৭) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বোনসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সালমানের বাবার নাম মৃত এডভোকেট আঃ রশিদ। মা সুলতানা বেগম অসুস্থ্য। এটি তাদের নিজেদের ৫ তলা বাড়ি। পেশায় কিছু করতেন না সালমান। বাসা ভাড়া যা আসে তা দিয়ে চলেন তার পরিবার। অবিবাহিত ছিলেন সালমান। রমনা থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড জানান, গতরাতে বাসার সামনে ফ্রিজিং এ্যাম্বুলেন্সে সালমানের মৃতদেহ উঠাচ্ছিলো তার বোন নাজিয়া জেরিন ও বোনজামাই তামিম হোসেন। এসময় লাশ থেকে প্রচন্ড গন্ধ পেলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়।
পরে প্রাথমিক তদন্তে সালমানের সমস্ত শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে বুঝা যায়। এরপর বোন ও বোনজামাই সহ বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পিবিএ/এইচএ/আরআই