পিবিএ,ঢাকা: রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী (৪৫) নিহত হয়েছে। তার পরনে ছিলো লাল প্রিন্টের শাড়ি।
আজ ভোর সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭ দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মালিবাগ-মৌচাক সড়ক কোন যানবাহনের ধাক্কায় ওই আহত অবস্থায় পড়ে ছিলো ওই নারী। পরে এক পথচারী তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/এইচএইচ