রাজধানীর মোহাম্মদপুর বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৬

পিবিএ,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৬ জন’কে রাজধানীর বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান হতে ১) মোঃ জাবেদ(৩২)-কে গত ১২ নভেম্বর রাত আনুমানিক ২১.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা হতে, ২) মুন্না(২৬), ৩) মোঃ তারেক(২৭) , ৪) মোঃ রাব্বি(২৬), ৫) ওসমান গনি(১৮)-কে গত ১২ নভেম্বর আনুমানিক ২০.০৫ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর আল্লাহ্ করিম বাসস্ট্যান্ড এলাকা হতে এবং ৬) মোঃ হারুন-অর-রশিদ(৪২)’কে গ্রেফতার করে র‌্যাব-২।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাংচুরসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দুস্কৃতিকারী।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের নামে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ করে সাধারণ জনগনের যান-মালের ক্ষতি সাধন করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তা মোড় অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় মোহাম্মদপুর থানায় (মামলা নং-১৬০ ও ১৬১ তারিখ ২৯/১০/২০২৩ইং, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা) দুটি মামলা দায়ের হয়। উক্ত মামলার এজাহার নামীয় আসামি ১) মোঃ জাবেদ (৩২), ২) মুন্না(২৬), ৩) মোঃ তারেক(২৭), ৪) মোঃ রাব্বি(২৬), ৫) ওসমান গনি(১৮) এবং ৬) মোঃ হারুন-অর-রশিদ(৪২)দের’কে গ্রেফতার করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...