পিবিএ,ঢাকা: ভোট কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির জন্য দায় রাজনৈতিক দলের, নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পৌনে ১১টায় উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়া আর সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় ভোটারদের উপস্থিত কম। তবে বেলা বাড়ার সাথে সাথে আশাকরি ভোট কেদ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে।
স্বল্প সময়ে বা এক বছরের জন্য মেয়র ও কাউন্সিলরদের নির্বাচন করা হবে। এ কারণে ভোটারদের আগ্রহ কম হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কেএম নূরুল হুদা বলেন, কমিশনের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সুষ্ঠু না হওয়ার কোনও কারণ নেই। নির্বাচনের সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন ব্যবস্থায় কোন ত্রুটি নেই। আমাদের সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।
পিবিএ/হক