রাজবাড়ির যৌনপল্লীতে নারীকে গলা কেটে হত্যা

rajbai_pba

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীর যৌনপল্লীতে শাহনাজ পারভীন শশী নামে ২৫ বছরের এক নারীকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় রনি মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারালো চাকু জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী পিবিএকে জানান, নিহত শশী গোয়ালন্দ যৌনপল্লীর কনকের বাড়িতে ভাড়া থাকতেন। আটক রনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা। তিনি আরও জানান, রনি মোল্লা খদ্দের সেজে ওই নারীর ঘরে ঢুকে তাকে হত্যা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্তমাখা ধারালো চাকুসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। আটক রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...