রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় ২শ পিস ইয়াবাসহ মোঃ আক্তারুজ্জামান (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৮মে) দুপুরে সদর উপজেলার পৌরসভার হোসনাবাদে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় ।আক্তারুজ্জামান ওই এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।

 রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১
মোঃ আক্তারুজ্জামান (৪০)

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান পিবিএকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌরসভার হোসনাবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার বাড়িতে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্যে ৬০ হাজার টাকা।

এ ঘটনায় আটক আক্তারুজ্জামান বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...