রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণ, গ্রেফতার ৫

Rape Photo PBA
পতিকি ছবি

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরে এবার ড্রাইআইস ফ্যাক্টরী এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে ৬ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মেয়েটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, সুজন খা, আল আমিন ফকির, আকাশ সরকার, ফজলুর রহমান ও বাবু ব্যাপারী। তবে এজাহারভুক্ত আসামি মোস্তফা ফকিরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদের সকলের বাড়ী জেলা শহরের ড্রাইআইস ফ্যাক্টরী ও বড় লক্ষিপুর গ্রামে।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, প্রায় ৪ মাস আগে সুজন খা’র সাথে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের অংশ হিসেবে গত সোমবার বিকালে সুজন জেলা শহরের ড্রাইআইস ফ্যাক্টরী এলাকার একটি পরিত্যক্ত মেসে নিয়ে যায় এবং পালাক্রমে তারা তাকে ধর্ষণ করে। সে সময় সে বাঁচতে কান্নাকাটি করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেই সাথে রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলির নেতৃত্বে অভিযান পরিচালনা করে তারা ওই ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পিবিএ/এম/ইএইচকে

আরও পড়ুন...