রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত-১

rajbari-train-accident-PBA

পিবিএ,ঢাকা: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে আক্কাস আলী (১৯) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। তিনি পেশায় নছিমন চালক ছিলেন।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, ঠাকুর নওপাড়া এলাকায় ট্রেনের সিগনাল না থাকায় নসিমন চালক তার গাড়িটি রেল লাইনের উপর উঠিয়ে দেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নসিমন চালক আক্কাস আলী নিহত হন।

পিবিএ/এফএস

 

 

 

আরও পড়ুন...