রাজবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলাদীপুর জামাইপাগল মাজার গেট এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রতীকি ছবি

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্পিড ব্রেকারের দাবিতে প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে জেলা প্রশাসক মো. শওকত আলীর আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা পিবিএ’কে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামবাংলা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী ও ২ পুরুষ মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হয়। হতাহতদের বেশিরভাগের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...